পরিবার Cichlidae, বৈজ্ঞানিক নাম Pterophyllum scalare
দক্ষিণ আমেরিকাকে এদের আদি বাসস্থান ভাবা হয়। এরা লম্বায় ব্ল্যাক মলি, গাপ্পির চেয়ে বেশ বড়। দৈর্ঘ্যে ১৫ – ২৬ সেমি। চওড়া ১১ – ১৫ সেমি। পায়ুর কাছের পাখা বড় এবং খাড়া। গায়ে সাদা ও কালো রঙের ছোপ। পুরুষের ব্রিডিং টিউব বড় এবং মেয়েদের ভোঁতা মতো হয়। বসবাসের উপযোগী জলের উত্তাপ কমপক্ষে ২৪ ডিগ্রি সেলসিয়াস। পছন্দের উত্তাপ ২৫ – ৩০ ডিগ্রি সেলসিয়াস।
এরা জীবন্ত খাবার বেশি পছন্দ করে, কিন্তু তৈরি খাবারও খায়। এরা শান্তিপ্রিয়, অন্য মাছের সঙ্গে এদের থাকতে কোনও অসুবিধা হয় না। তবে খুব ছোট মাছ বা মাছের বাচ্চা থাকলে খেয়ে ফেলার সম্ভাবনা থাকে। এদের স্ত্রী মাছেরা ডিম পাড়ে। ডিম পাড়ার পর মাছগুলোকে আলাদা করে রাখাই ভালো। ডিম থেকে বাচ্চা হওয়ার জন্য একটু অম্ল (পিইএচ ৬) মিঠে জল উত্কৃষ্ট। জলের গভীরতা ৪ – ৬ সেমি হওয়া দরকার। খাবার হিসাবে সূক্ষ্ম সূক্ষ্ম প্রাণীকণা বা জুপ্ল্যাঙ্কটন এদের পক্ষে বেশি উপযোগী।
You must log in to post a comment.