রোগের নামঃ
আখের খোল পঁচা রোগ
লক্ষণঃ
- আখের নিচের পাতায় কালচে লাল থেকে লাল রঙ্গের দাগ দেখা যায়।
- পরবর্তীতে পাতার নিচে পঁচন শুরু হয়। এবং টান দিলে উঠে আসে।
- খোলের নিচে ছত্রাকের কাল গুটি গুটি অংশ দেখতে পাওয়া যায় ।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
- রোগমুক্ত আনূমোদিত বীজ ব্যবহার করতে হবে।
- আগাম চাষ করা আগাম চাষ অনুসরণ করা ।
- আখ কাটার পর পরিত্যক্ত অংশ ঐ জমিতেই পুড়িয়ে ফেলতে হবে ।
- রোগাক্রান্ত জমিতে মুড়ি ইক্ষুর চাষ বন্ধ করতে হবে
- রোগাক্রান্ত গাছ থেকে আক্রান্ত পাতা ও খোল আপসারণ করে মাটিতে পুতে অথবা পুড়িয়ে ফেলতে হবে ।
- জমিতে পানি নিষ্কাশনের সু-ব্যবস্থা নিতে হবে ।
You must log in to post a comment.