রোগের নামঃ আখের পাতার লাল দাগ রোগ লক্ষণঃ এটি ছত্রাকজনিত রোগ । এ রোগ হলে আখের পাতায় মাঝে মাঝে রক্তের ফোটার ন্যায় লাল দাগ দেখা দেয়। দাগের মাঝখানটা কালো হয়। সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ রোগাক্রান্ত জমি থেকে বীজ সংগ্রহ করবেন না। রোগমুক্ত আনূমোদিত বীজ ব্যবহার করতে হবে। রোগ প্রতিরোধ জাতের চাষ করতে হবে । নিচের দিকের আক্রান্ত পাতা অপসারণ করে পুড়িয়ে ফেলা । কপারঅক্সিক্লোরাইড ১ গ্রাম/ লি. হারে পানিতে মিশিয়ে স্প্রে করা ।
রোগের নামঃ আখের পাতার লাল দাগ রোগ লক্ষণঃ এটি ছত্রাকজনিত রোগ । এ রোগ হলে আখের পাতায় মাঝে মাঝে রক্তের ফোটার ন্যায় লাল দাগ দেখা দেয়। দাগের মাঝখানটা কালো হয়। সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ রোগাক্রান্ত জমি থেকে বীজ সংগ্রহ করবেন না। রোগমুক্ত আনূমোদিত বীজ ব্যবহার করতে হবে। রোগ প্রতিরোধ জাতের চাষ করতে হবে । নিচের দিকের আক্রান্ত পাতা অপসারণ করে পুড়িয়ে ফেলা । কপারঅক্সিক্লোরাইড ১ গ্রাম/ লি. হারে পানিতে মিশিয়ে স্প্রে করা ।

আখের পাতার লাল দাগ রোগ

রোগের নামঃ

আখের পাতার লাল দাগ রোগ

লক্ষণঃ

  • এটি ছত্রাকজনিত রোগ ।
  • এ রোগ হলে আখের পাতায় মাঝে মাঝে রক্তের ফোটার ন্যায় লাল দাগ দেখা দেয়।
  • দাগের মাঝখানটা কালো হয়।

সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ

  • রোগাক্রান্ত জমি থেকে বীজ সংগ্রহ করবেন না।
  • রোগমুক্ত আনূমোদিত বীজ ব্যবহার করতে হবে।
  • রোগ প্রতিরোধ জাতের চাষ করতে হবে ।
  • নিচের দিকের আক্রান্ত পাতা অপসারণ করে পুড়িয়ে ফেলা ।
  • কপারঅক্সিক্লোরাইড ১ গ্রাম/ লি. হারে পানিতে মিশিয়ে স্প্রে করা ।

Similar Posts

X
%d bloggers like this: