রোগের নামঃ
আখের পাতার লাল দাগ রোগ
লক্ষণঃ
- এটি ছত্রাকজনিত রোগ ।
- এ রোগ হলে আখের পাতায় মাঝে মাঝে রক্তের ফোটার ন্যায় লাল দাগ দেখা দেয়।
- দাগের মাঝখানটা কালো হয়।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
- রোগাক্রান্ত জমি থেকে বীজ সংগ্রহ করবেন না।
- রোগমুক্ত আনূমোদিত বীজ ব্যবহার করতে হবে।
- রোগ প্রতিরোধ জাতের চাষ করতে হবে ।
- নিচের দিকের আক্রান্ত পাতা অপসারণ করে পুড়িয়ে ফেলা ।
- কপারঅক্সিক্লোরাইড ১ গ্রাম/ লি. হারে পানিতে মিশিয়ে স্প্রে করা ।
You must log in to post a comment.