আমের এ্যানথ্রাকনোজ বা ফোস্কা রোগ
রোগের নামঃ
আমের এ্যানথ্রাকনোজ বা ফোস্কা রোগ Anthracnose of Mango (Colletotrichum gloesporioides) ছত্রাকজনিত রোগ
লক্ষণঃ
- পাতা, বোঁটা, ডাল, পুষ্প মঞ্জুরী ও ফলে এ রোগ আক্রমণ।
- পাতা ও ডালে বাদামী দাগ দেখা যায়।
- দাগগুলো পুরাতন হলে ফোস্কার মত মনে হয়।
- পরে আক্রান্ত স্থান কালো হয়ে শুকিয়ে যায়।
- আম আক্রান্ত হলে ফল ধরে ও ঝরে যায়।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
- আক্রান্ত অংশগুলি সগ্রহ করে পুড়ে ফেলা।
- আম বাগান পরিস্কার রাখা।
- রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জাত ব্যবহার করা।
- বছরে দু’বার সুষম সার প্রয়োগ করা।
- রোগ দেখা দিলে প্রতি লিটার পানিতে ১ মিলি প্রোপাকেনাজল (টিল্ট) বা ১ গ্রাম কার্বেন্ডাজিম (ব্যাভিষ্টিন বা নোইন) বা ২ গ্রাম টপসিন এম বা ২ গ্রাম ডাইথেন এম ৪৫ মিশিয়ে ১২-১৫ দিন অন্তর স্প্রে করা।