রোগের নামঃ
আলুর পাতা মোড়ানো রোগ Potato Leaf Roll Disease ভাইরাসজনিত রোগ।
লক্ষণঃ
- আক্রান্ত গাছের পাতা খসখসে, খাড়া ও উপরের দিকে যায়।
- আগার পাতার রং হালকা সবুজ হয়ে যায়।
- গাছের বৃদ্ধি বন্ধ হয়ে যায়, গাছ খাটো হয় এবং সোজা হয়ে উপরে দিকে দাঁড়িয়ে থাকে।
- কখনও আক্রান্ত পাতার কিনারা লালচে বেগুনি ছোট রঙয়ের হয়।
- আলুর সংখ্যা কম হয় এবং আলু ছোট ছোট হয়।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
- রোগমুক্ত বীজ ব্যবহার করা।
- আক্রান্ত গাছ টিউবার সহ তুলে ফেলা (রোগিং)।
- ভাইরাস রোগের বাহক জাবপোকা দমনের ব্যবস্থা গ্রহণ করা। যেমন ডায়াজিনন, এসাটাফ, ডায়মেথোয়েট, এডমায়ার, টিডো ইত্যাদি।
You must log in to post a comment.