আলুর ব্ল্যাক লেগ রোগ
আলুর ব্ল্যাক লেগ রোগ

আলুর ব্ল্যাক লেগ রোগ

রোগের নামঃ

আলুর  ব্ল্যাক লেগ রোগ

রোগের কারণঃ 
Erwinia carotovora  নামক ব্যাকটেরিয়ার আক্রমণে এ রোগ হয়ে থাকে।

লক্ষণঃ

  • আলুর ব্ল্যাক লেগ বীজ আলুর একটি প্রধান রোগ।
  • মাঠে ও সংরক্ষিত আলুতে এ রোগ দেখা যায়। মাঠে গাছের গোড়ায় কালো দাগ পড়ে বলে কারো পা এবং সংরক্ষণাগারে টিউবার আক্রান্ত হলে নরম পচা রোগ বলে।
  • আক্রান্ত গাছের কান্ডের গোড়ার দিকে বাদামী থেকে কারো রঙের দাগ পড়ে এবং যা সহজেই সুস্থ্য অংশ থেকে আলাদা করা যায়।
  • আক্রান্ত ডাল তুলে নাকের কাছে ধরলে এক ধরণের পঁচা আলুর মত গন্ধ পাওয়া যায়। আক্রান্ত গাছের আলু পচে যায়।
  • উচ্চ তাপমাত্রা এবং জমির উচ্চ আর্দ্রতা এ রোগ বিস্তারে সহায়ক।
  • এ রোগটি বীজ ও মাটিবাহিত।

সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ

  • প্রত্যায়িত অথবা রোগমুক্ত বীজ সংগ্রহ করা।
  • অতিরিক্ত সেচ পরিহার করা।
  • উচ্চ তাপ এড়ানোর জন্য আগাম চাষ করা।
  • ভালভাবে বাছাই করে হিমাগারে আলু সংরক্ষণ করা।
  • আলু লাগানোর সময় জমিতে সর্বশেষ চাষের পূর্বে প্রতি হেক্টরে ২০-২৫ কেজি হারে ষ্ট্যাবল ব্লিচিং পাউডার প্রয়োগ করা।
  • বপনের পর যত শীঘ্র সম্ভব গাছের গোড়ায় মাটি তুলে দেওয়া।
  • ষ্ট্যাবল ব্লিচিং পাউডার প্রতি লিটার পানিতে ৩ গ্রাম অথবা বোরিক এসিড প্রতি লিটার হালকা গরম পানিতে ৩০ গ্রাম দ্রবণে টিউবার শোধন করে বীজ আলু সংরক্ষণ করা।
  • রোগ দেখা মাত্র পানি সেচ বন্ধ করা। সেচের প্রয়োজন হলে আক্রান্ত অংশ বাদ দিয়ে সেচ দেওয়া।
  • আলুর ব্ল্যাক লেগ রোগে আক্রান্ত গাছ আলুসহ আশেপাশের মাটি দ্রুত অন্যত্র সরিয়ে নষ্ট করে ফেলা এবং আক্রান্ত জায়গায় ব্লিচিং পাউডার প্রয়োগ করা।

Similar Posts

X
%d bloggers like this: