কলা পচা রোগ
রোগের নামঃ
কলা পচা রোগ
রোগের কারণঃ
Colletotrichum musae নামক ছত্রাকের কারণে এ রোগ হয়ে থাকে।
লক্ষণঃ
- প্রথমে কলার গায়ে ছোট ছোট হালকা বাদামী থেকে কালো দাগ দেখা যায়।
- দাগগুলো দাবানো থাকে।
- শেষের দিকে ছোট ছোট দাগগুলো একসাথে মিলিত হয়ে পড় আকার ধারণ করে। এর ফলে কলার আয়ুষ্কাল কমে যায়।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
- কলার কান্দি সংগ্রহের পর ৫২০সে. থেকে ৫৪০ সে. উত্তপ্ত পানির মধ্যে ৫ মিনিট চুবিয়ে রাখলে কলার সংগ্রহোত্তর পচন রোগ দমন করা যায় এবং স্থায়িত্বকাল বৃদ্ধি পায়।
- ডিটারজেন্টের ৫% দ্রবণের মধ্যে কলার কান্দি ৩ মিনিট চুবিয়ে রাখলে কলা পচা রোগ হতে রক্ষা করা যায় এবং কলার স্থায়িত্বকাল বৃদ্ধি পায়।