কালার বার্ডঃ
যুগের পরিবর্তন এবং আর্থসামাজিক অবস্থার উন্নতির সাথে সাথে মানুষের রুচি এবং খাদ্যাভ্যাসেরও ব্যাপক পরিবর্তন হয়। মানুষের রুচি এবং স্বাদের বিষয় বিবেচনায় রেখে কোয়ালিটি ফিডস লিমিটেড বাজারে নিয়ে এসেছে দেশী মুরগির স্বাদে একদিন বয়সি কালার বার্ড বাচ্চা এবং কালার বার্ড ফিড। কালার বার্ড বাচ্চাকে প্রথম দিন থেকেই কোয়ালিটি ফিডস লিমিটেড এর কালার বার্ড ফিড খাওয়ালে নির্ধারিত সময়ের মধ্যেই খামারি ভাইয়েরা কাঙ্ক্ষিত ওজনের সুস্বাদু মুরগি উৎপাদন এবং বাজারজাত করতে পারবেন।
কালার বার্ড পালনের বাণিজ্যিক সম্ভাবনাঃ-
☞ কালার বার্ডের মাংসের স্বাদ সম্পূর্ণ দেশী মুরগির মতো।
☞ চেক রিপাবলিকান মুরগির মুলজাতের বিজ্ঞানসম্মত সংকরায়ন
☞ এই মুরগির চাহিদা অন্য যে কোন জাতের মুরগির চেয়ে বেশি।
☞ বাণিজ্যিকভাবে কালার বার্ড পালন করতে অন্যান্য মুরগির তুলনায় পুঁজি কম লাগে।
☞ এই জাতের মুরগির বৈশিষ্ট্য আমাদের দেশী মুরগীর মত হওয়ায় আমাদের দেশের আবহাওয়ায় পালনে অধিক উপযোগী।
☞ এই জাতের মুরগি অন্যান্য মুরগির তুলনায় বেশি তাপ সহনশীল।
☞ ৫৫- ৫৬ দিনে ওজন হবে ৯৫০-১০০০ গ্রাম এবং FCR (Feed Conversion Ratio) হবে ২.১-২.২।
☞ এই মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এবং মৃত্যুহার অনেক কম।
☞ এই মুরগি পালনে ঔষধ খরচ তুলনামূলকভাবে অনেক কম লাগে।
☞ উৎপাদন খরচ তুলনামূলক কম এবং বাজার মূল্য বেশি থাকায় এই মুরগি পালনে লাভের পরিমান অনেক বেশি।
☞ পরীক্ষিত ফলাফল খামারীর বিনিয়োগ নিরাপত্তা নিশ্চিত করে।
You must log in to post a comment.