কালিজিরার কান্ড পচা রোগ
রোগের নামঃ
কালিজিরার কান্ড পচা রোগ (ছত্রাকজনিত রোগ)
লক্ষণঃ
- এ রোগ দেখা দিলে কান্ডে পানি ভেজা কালো দাগ দেখা যায় ।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
- পানি নিস্কাশনের ভাল ব্যবস্থা করা।
- একই জমিতে বার বার তিল চাষ করবেন না।
- রোগসহনশীল চাতের চাষ করুন।
- মিশ্র ফসল চাষ করুন।
- কপার অক্সিক্লোরাইট জাতীয় ছত্রাক নাশক যেমন- কুপ্রাভিট ৭ গ্রাম / লিটার হারে পানিতে মিশিয়ে স্প্রে করা ।