কুলের পাউডারী মিলডিউ রোগ
রোগের নামঃ
কুলের পাউডারী মিলডিউ রোগ Powdery Mildew of kul (Oidium sp.) ছত্রাকজনিত রোগ
লক্ষণঃ
- এ রোগটি গাচের পাতা, ফুল ও কচি ফলে আক্রান্ত হয়।
- আক্রান্ত ফুল ও ফল গাছ হতে ঝরে পরে।
- বাতাসের মাধ্যমে রোগের বিস্তার লাভ হয়।
- পাতার উপর সাদা সাদা ধূসর পাউডার দেখা যায় এবং পাতা নষ্ট হয়ে যায়।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
- বাগান পরিস্কার পরিচ্ছন্ন রাখা। আক্রান্ত পাতা ও ডগা ছাটাই করে ধ্বংস করা।
- সুষম সার ব্যবহার করা।
- গাছের পরিত্যক্ত অংশ সংগ্রহ করে নষ্ট করা।
- আক্রমণ বেশী হলে প্রতি লিটার পানিতে টিল্ট ২৫০ ইসি ০.৫ মিলি, ২ গ্রাম রনভিট বা থিওভিট ইত্যাদি মিশিয়ে স্প্রে করা।