গোল মরিচের লাল মরিচা রোগ
রোগের নামঃ
গোল মরিচের লাল মরিচা রোগ (ছত্রাকজনিত রোগ)
লক্ষণঃ
- এ রোগের আক্রমণে পাতায় , ফলে ও কান্ডে লালচে মরিচার মত একধরনের উচু দাগ দেখা যায়।
- একধরণের সবুজ শৈবালের আক্রমণে এ রোগ হয়।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
- আক্রান্ত পাতা ও ডগা ছাটাই করে ধ্বংস করা।
- কপার বা কুপ্রাভিট ১০ লি. পানিতে ২০ গ্রাম মিশিয়ে ১৫ দিন পরপর ২ বার স্প্রে করা।
- বাগান অপরিচ্ছন্ন রাখবেন না।
- নিয়মিত বাগান পরিদর্শন করুন।