রোগের নামঃ
চীনাবাদামের নেতিয়ে পড়া রোগ (ছত্রাকজনিত রোগ)
লক্ষণঃ
- ছোট গাছ হঠাৎ মরে যেতে দেখা যায়।
- অনেক সময় পাতা সবুজ থাকে।
- বড় গাছের ক্ষেত্রে পাতাগুলো আস্তে আস্তে হলুদ হয়ে যায়।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
- আক্রান্ত গাছ অপসারণ করুন ।
- অধিক আক্রমণের ক্ষেত্রে কুপ্রভিট ২ গ্রাম / লি. হারে পানিতে মিশিয়ে স্প্রে করা।
- আক্রান্ত ক্ষেত থেকে বীজ সংগ্রহ করবেন না।
- নিয়মিত মাঠ পরিদর্শন করে আক্রমণের শুরুতেই ব্যবস্থা নিন।
- ফসল সংগ্রহের পর পরিত্যাক্ত অংশ পুড়িয়ে ফেলুন।
- কয়েকবার দানাদার ফসলের চাষ করে পরবর্তীতে চীনাবাদাম চাষ করুন।
You must log in to post a comment.