টমেটোর পাতা কোকড়ানো বা লিফ কার্ল রোগ
টমেটোর পাতা কোকড়ানো বা লিফ কার্ল রোগ

টমেটোর পাতা কোকড়ানো বা লিফ কার্ল রোগ

রোগের নামঃ

টমেটোর পাতা কোকড়ানো বা লিফ কার্ল রোগ Leaf Curl of Tomato

রোগের কারণঃ
Tomato Yellow Leaf Curl Virus (TYLCV) এর আক্রমণে এ রোগ হয়।

লক্ষণঃ

  • সাদা মাছি দ্বারা ভাইরাস ছড়ায়।
  • আক্রান্ত গাছ খর্বাকৃতি হয়।
  • পাতার গায়ে ঢেউয়ের মত ভাজের সৃষ্টি হয় ও পাতা ভীষণ ভাবে কোঁকড়ায়ে যায়।
  • বয়স্ক পাতা পুরু মচমচে হয়ে যায়।
  • আক্রমণ বেশী হলে পাতা মরে যায়।
  • গাছে অতিরিক্ত শাখা প্রশাখা বের হয় এবং ফুল ও ফল ধারণ ক্ষমতা হারিয়ে ফেলে।
  • পাতার কিনারা থেকে মধ্যশিরার দিকে গুটিয়ে যায়।
  • পাতা খসখসে হয়ে শিরাগুলো স্বচ্ছ হলুদ হয়ে কুঁকড়িয়ে যায় এবং পাতা গুলো পীতবর্ণ ধারণ করে।
  • আক্রান্ত গাছের ডগার পাতাগুলো ছোট ছোট গুচ্ছাকার ধারণ করে।
  • গাছ খর্বাকৃতির হয় ও ফল ছোট হয়।

সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ

  • আক্রান্ত গাছ দেখা মাত্র তুলে ধ্বংস করা।
  • রোগমুক্ত গাছ থেকে বীজ সংগ্রহ করা।
  • রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জাত ব্যবহার করা।
  • ভাইরোসের বাহক পোকা (সাদা মাছি) দমনের জন্য ডাইয়মেথোয়েট (পারফেকথিয়ন), এসাটাফ, এডমায়ার, টিডো ইত্যাদি যে কোন একটি বালাইনাশক ব্যবহার করা।
  • ছোট ছিদ্রযুক্ত নাইলনের নেট দিয়ে বীজতলা ঢেকে চারা উৎপাদন করা।
  • চারা লাগানোর এক সপ্তাহ পর থেকে ফল আসা পর্যন্ত ১২ দিন পরপর কমপক্ষে ২ বার যে কোন কীটনাশক যেমন এ্যাডমায়ার (প্রতি লিটার পানিতে ১.৫ মিলি) প্রয়োগ করে সাদা মাছি দমন করা।
  • প্রাথমিক পর্যায়ে আক্রান্ত গাছ উঠিয়ে মাটিতে পুঁতে ফেলা।
  • জমি আগাছা মুক্ত রাখা।

Similar Posts

X
%d bloggers like this: