পরিবার Cichlidae, বৈজ্ঞানিক নাম Cichlosoma cyanoguttatum
এদের জন্মস্থান মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস, উত্তর আমেরিকার মেক্সিকো বলে ধরা হয়। এদের শরীর তেলাপিয়া মাছের মতো চ্যাপটা, অসংখ্য সাদা নীল ছোপ এদের শরীরের পাশ বরাবর। পূর্ণ বয়স্ক মাছের মাথায়, পাখায় ও শরীরে নীল-সবুজ ছোপ বা ঢেউখেলানো দাগ দেখা যায়। এরা দৈর্ঘ্যে প্রায় ১০ – ৩০ সেমি হয়। মেয়েদের শরীরের দৈর্ঘ্য অপেক্ষাকৃত কম। স্ত্রী মাছের পিঠের ও পায়ুর নিকট পাখা একটু গোলাকার হয়ে থাকে। এরা প্রায় সব রকম পরিবেশে বাঁচে। তবে জলের পিএইচ ৭ – ৭.৫ এবং ২০ – ৩০ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রায় ভালো থাকে। এরা নীচে পাথরওয়ালা জলাশয় বেশি পছন্দ করে থাকে। এরা জলাশয়ের নীচের দিকেই ঘুরে বেড়ায়। এরা সর্বভুক, প্রায় সব রকমের খাবারই খায়। এরা ডিম পাড়ে। অধিকাংশ সময়েই স্ত্রী-পুরুষ জোড়ায় থাকে। ডিম পাড়ার আগে নুড়ি পাথরের নীচে লুকিয়ে ওরা ডিম ছাড়ে। মা-বাবা উভয়ে মিলে ডিম ও সদ্যোজাত বাচ্চাদের পাহারা দেয়। এদের ডিম সহজে পাওয়া যায়, যদি এদের জোড়কে একটা বড় অ্যাকোয়ারিয়ামে লুকিয়ে রেখে ডিম পাড়ার ব্যবস্থা করা যায়। এদের ডিম থেকে বাচ্চা ফোটার জন্য ১৫ – ২০ সেমি জলের গভীরতা চাই।
You must log in to post a comment.