রোগের নামঃ
তিলের কান্ড পচা রোগ Stem Rot of Seasame (Colletotrichum dematium) ছত্রাকজনিত রোগ।
লক্ষণঃ
- আক্রান্ত গাছের কান্ডে ছোট লম্ব আঁকা বাঁকা বিভিন্ন ধরণের গাঢ় খয়েরী ও কালচে দাগ দেখা যায়।
- এ দাগ ধীরে ধীরে বাড়তে থাকে এবং সমস্ত কান্ডে ছড়িয়ে পড়ে।
- ব্যাপক ভাবে আক্রান্ত গাছের পাতা মরে যায়।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
- আক্রান্ত গাছ তুলে নষ্ট করা।
- বীজ বপনের পূর্বে ভিটাভেক্স- ২০০ বা ব্যাভিস্টিন ছত্রাকনাশক দ্বারা (২-৩ গ্রাম/ কেজি বীজ) বীজ শোধন করা।
- ফসল কাটার পর গাছের শিকড়, কান্ড ইত্যাদি পুড়ে ফেলতে হবে।
- রোগ দেখা দিলে প্রতি লিটার পানিতে ১ গ্রাম ব্যাভিষ্টিন বা ২ গ্রাম ডাইথেন এম- ৪৫ মিশিয়ে ১০-১২ দিন পর পর ২/৩ বার স্প্রে করা।
You must log in to post a comment.