রোগের নামঃ
ধানের খোল পচা রোগ Sheath Rot Disease (Cerocladium oryzae)
লক্ষণঃ
- এ রোগ ধান গাছের ডিগ পাতার খোলে সাধারণত থোড় অবস্থায দেখা যায়।
- প্রথমে খোলে ছোট ছোট নানা আকারের বাদামী দাগ হয়।
- দাগগুলো আস্তে আস্তে বেড়ে একত্রে মিশে সমস্ত খোলে ছড়িয়ে পড়ে।
- এ অবস্থায় যদি শীষ বের হয় তাহরে ধান চিটা ও অপুষ্ট হয়। অনেক সময় শীষ অর্ধেক বের হতে পারে বা একবারেই বের হতে পারে না।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
- রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জাত ব্যবহার করা।
- জমিতে ইউরিয়া সার কম ব্যবহার করা।
- রোগ দেখা দিলে জমির পানি শুকিয়ে কয়েকদিন পর আবার সেচের পানি দেয়া।
- প্রয়োজনের ছত্রাকনাশক ব্যবহার করা যথাঃ ১ মিলি প্রোপিকোনাজল (টিল্ট ২৫০ ইসি) বা নাটিভো, বা কনটাফ প্রতি লিটার পানিতে – এ হারে স্প্রে করা।
You must log in to post a comment.