ধানের খোল পচা রোগ Sheath Rot Disease (Cerocladium oryzae)
ধানের খোল পচা রোগ Sheath Rot Disease (Cerocladium oryzae)

ধানের খোল পচা রোগ Sheath Rot Disease (Cerocladium oryzae)

রোগের নামঃ

ধানের খোল পচা রোগ Sheath Rot Disease (Cerocladium oryzae)

লক্ষণঃ

  • এ রোগ ধান গাছের ডিগ পাতার খোলে সাধারণত থোড় অবস্থায দেখা যায়।
  • প্রথমে খোলে ছোট ছোট নানা আকারের বাদামী দাগ হয়।
  • দাগগুলো আস্তে আস্তে বেড়ে একত্রে মিশে সমস্ত খোলে ছড়িয়ে পড়ে।
  • এ অবস্থায় যদি শীষ বের হয় তাহরে ধান চিটা ও অপুষ্ট হয়। অনেক সময় শীষ অর্ধেক বের হতে পারে বা একবারেই বের হতে পারে না।

সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ

  • রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জাত ব্যবহার করা।
  • জমিতে ইউরিয়া সার কম ব্যবহার করা।
  • রোগ দেখা দিলে জমির পানি শুকিয়ে কয়েকদিন পর আবার সেচের পানি দেয়া।
  • প্রয়োজনের ছত্রাকনাশক ব্যবহার করা যথাঃ ১ মিলি প্রোপিকোনাজল (টিল্ট ২৫০ ইসি) বা নাটিভো, বা কনটাফ প্রতি লিটার পানিতে – এ হারে স্প্রে করা।

Similar Posts

X
%d bloggers like this: