ধানের গুড়িপচা রোগ
ধানের গুড়িপচা রোগ

ধানের গুড়িপচা রোগ

রোগের নামঃ

ধানের গুড়িপচা রোগ

লক্ষণঃ

  • এ রোগ ধানের কুশি অবস্থায় বেশি হয়।
  • এ রোগ হলে পাতার খোল পঁচে বাদামি রং ধারণ করে। কান্ড নরম হয়ে পঁচে যায়।
  • গাছে ধরে টান দিলে গাছ উঠে আসে এবং পঁচা শামুকের মত গন্ধ পাওয়া যায়।

সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ

  • রোগ দেখা দিলে ক্ষেতের পানি শুকানো হলে রোগ ভাল হয়ে যায় ।
  • প্রাথমিক অবস্থায় আক্রান্ত ধানের গোছা তুলে নতুন করে লাগিয়ে দেওয়া যেতে পরে।
  • প্রয়োজনে ছত্রাকনাশক যেমন: কপার অক্সিক্লোরাইড (০.৪%) ১ মিলি/ লি. হারে পানিতে মিশিয়ে প্রয়োগ করা।
  • আক্রান্ত ক্ষেত থেকে বীজ সংগ্রহ করবেন না
  • জমির পানি নিস্কাষনের ব্যবস্থা রাখুন।
  • পরিস্কার পরিচ্ছন্ন চাষ করা।
  • লাঙ্গল দিয়ে জমি চাষ করে শুকিয়ে নিয়ে নাড়া জমিতেই পুড়িয়ে ফেলা।

Similar Posts

X
%d bloggers like this: