ধানের পাতার সরু বাদামী রোগ Narrow Brown Leaf Spot Disease (Cercospora oryzae)
ধানের পাতার সরু বাদামী রোগ Narrow Brown Leaf Spot Disease (Cercospora oryzae)

ধানের পাতার সরু বাদামী রোগ Narrow Brown Leaf Spot Disease (Cercospora oryzae)

রোগের নামঃ

ধানের পাতার সরু বাদামী রোগ Narrow Brown Leaf Spot Disease (Cercospora oryzae)

লক্ষণঃ

  • এ রোগের আক্রমণে পাতায় ছোট ছোট সরু ও লম্বলম্বি বাদামী রঙের দাগ পড়ে।
  • দাগগুলো পাতার শিরা সমান্তরালে থাকে।
  • এ রোগ বীজের বোঁটায় ও ধানের বীজের উপরও হয়ে থাকে।

সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ

  • ফসল কেটে নাড়া পুড়িয়ে ফেলা।
  • সুস্থ বীজ সংগ্রহ ও বপন করা।
  • প্রতি কেজি বীজ বপনের পূর্বে প্রোভেবা ভিটাফ্লো ২০০ (২.৫-৩ গ্রাম/কেজি বীজ) দ্বারা শোধন করা।
  • সুষম সার ব্যবহার করা।
  • রোগ প্রতিরোধ সম্পন্ন জাত ব্যবহার করা।

Similar Posts

X
%d bloggers like this: