পটলের শিকড়ের গিঁট রোগ
রোগের নামঃ
পটলের শিকড়ের গিঁট রোগ
রোগের কারণঃ
Meloidogyne incognita নামক কৃমি দ্বারা এ রোগ হয়ে থাকে।
লক্ষণঃ
- শিকড়ে ছোট ছোট গিঁট দেখা যায়। গিঁটগুলো আস্তে আস্তে বড় হয়।
- গাছের বৃদ্ধি বন্ধ হয়ে খর্বাকৃতির দেখায়।
- রোগাক্রান্ত শিকড়ে সহজেই পচন ধরে।
- মাটিবাহিত অন্যান্য রোগের প্রকোপ বাড়ে।
- পরিশেষে গাছটি মরেও যেতে পারে।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
- রোগ প্রতিরোধী পটলের জাত ব্যবহার করা।
- কৃমি মুক্ত চারা ব্যবহার করা।
- গভীরবাবে মাটি চাষ করে গ্রীষ্মকালে শুকিয়ে নিরে কৃমি মারা যায়।
- চারা রোপণের ২১ দিন পরে মাটিতে মুরগির বিষ্ঠা ৫ টন/হেক্টর হারে প্রয়োগ করা এবং একই সময়ে ফুরাডান ৫-জি ২৫ কেজি/ হেক্টর হারে প্রয়োগ করা।
পটলের শিকড়ের গিঁট রোগ