রোগের নামঃ
পাটের আগা শুকানো রোগ Die Back Disease of Jute (Glomerella singulata), ছত্রাকজনিত রোগ।
লক্ষণঃ
- পাট গাছ আগা থেকে নিচের দিকে শুকাতে থাকে।
- ঝড় বা কোন কারণে গাছে ক্ষত সৃষ্টি হলে রোগের আক্রমণ বেড়ে যায়।
- সাধারণত তোষাপাটে এ রোগ বেশী দেখা যায়।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
- আক্রান্ত গাছ শিকড়সহ তুলে নষ্ট করা।
- সুস্থ ও রোগমুক্ত গাছ থেকে বীজ সংগ্রহ করা।
- সুষম রাসায়নিক সার ব্যবহার করা।
- বীজ বপনে পূর্বে বীজ শোধন করা (প্রোভেক্স বা ভিটাভেক্স- ২গ্রাম, ব্যাভিষ্টিন- ২ গ্রাম/প্রতি কেজি বীজ)
- আক্রান্ত ক্ষেতে কুপ্রাভিট- ৪ গ্রাম বা ডাইথেন এম- ৪৫ – ২.৫ গ্রাম/লিটার পানি মিশিয়ে স্প্রে করা।
You must log in to post a comment.