রোগের নামঃ
পাটের পাতার মোজাইক ভাইরাস Jute Leaf Mosaic Virus (Chlorosis), ভাইরাসজনিত রোগ।
লক্ষণঃ
- পাতার উপর হ লুদ-সবুজ রঙের ছোপ ছোপ দাগ পড়ে।
- আক্রান্ত গাছ খাটো হয়।
- সাদা মাছি পোকা এ রোগ ছড়ায়।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
- রোগমুক্ত গাছ থেকে বীজ সংগ্রহ করা।
- আক্রান্ত দেখা মাত্র তুলে নষ্ট করা।
- সাদা মাছি দমন করা যেমন সবিক্রণ- ২ মিলিবা টিডো বা এডমায়ার- ০.৫ মিলি, ইমিটাফ- ০.২৫ মিলি/লিটার পানিতে মিশিয়ে স্প্রে করা।
You must log in to post a comment.