রোগের নামঃ

পাটের শুকানো ক্ষত রোগ Anthracnose of Jute (Colletotrichum corchori), ছত্রাকজনিত রোগ।

লক্ষণঃ

  • কান্ডে কালচে দাগ পড়ে।
  • ক্রমেই এ দাগ ছড়িয়ে পড়ে এবং আক্রান্ত স্থান ফেটে যায়।
  • কখনও কখনও আক্রান্ত স্থানের আঁশ ছোবড়ের মত বের হয়ে আসে।
  • পাট পঁচানোর পর আক্রান্ত স্থান শক্ত থাকে।
  • আক্রান্ত গাছের আঁশ নিম্নমানের হয়।

সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ

  • আক্রান্ত গাছ তুলে তা পুড়ে নষ্ট করা।
  • পাট কাটার পর ফসলের অন্যান্য অংশ সংগ্রহ করে পুড়ে ফেলা।
  • সুস্থ ও রোগমুক্ত গাছ থেকে বীজ সংগ্রহ করা।
  • সুষম রাসায়নিক সার ব্যবহার করা।
  • বীজ শোধন করা- ২ গ্রাম ব্যাভিষ্টিন বা ভিটাভেক্স ২.৫ গ্রাম/কেজি বীজ।
  • আক্রমণ বেশী হলে ব্যাভিষ্টিন-১ গ্রাম, একরোবেট- ২ গ্রাম, টিল্ট ০.৫ মিলি বা কুপ্রাভিট- ৪ গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করা।