রোগের নামঃ
পানের পাতা পচা রোগ Leaf Rot of Betel Leaf (Phytophthora parasitica) ছত্রাকজনিত রোগ।
লক্ষণঃ
- বর্ষায় এ রোগ দেখা যায়।
- রোগের আক্রমণে নিচের পাতার শীর্ষে বা কিনারায় প্রথমে হলুদাভ বাদামী রংয়ের দাগ দেখা যায়।
- পরবর্তীতে দাগ ভিতরে দিকে যেতে থাকে।
- তাপমাত্রা বেশী হলে ৭/৮ দিনে পাতা পচে যায়।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
- ২.৫ ডাইথেন এম- ৪৫ বা কুপ্রাভিট- ৪ গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে ১২-১৫ দিন অন্তর ২/৩ বার স্প্রে করা।
- খৈইলের সাথে কুপ্রাভিট প্রয়োগ করে উপকার পাওয়া যায়।
You must log in to post a comment.