পানের পাতা পচা রোগ Leaf Rot of Betel Leaf (Phytophthora parasitica)
পানের পাতা পচা রোগ Leaf Rot of Betel Leaf (Phytophthora parasitica)

পানের পাতা পচা রোগ Leaf Rot of Betel Leaf (Phytophthora parasitica)

রোগের নামঃ

পানের পাতা পচা রোগ Leaf Rot of Betel Leaf (Phytophthora parasitica) ছত্রাকজনিত রোগ।

লক্ষণঃ

  • বর্ষায় এ রোগ দেখা যায়।
  • রোগের আক্রমণে নিচের পাতার শীর্ষে বা কিনারায় প্রথমে হলুদাভ বাদামী রংয়ের দাগ দেখা যায়।
  • পরবর্তীতে দাগ ভিতরে দিকে যেতে থাকে।
  • তাপমাত্রা বেশী হলে ৭/৮ দিনে পাতা পচে যায়।

সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ

  • ২.৫ ডাইথেন এম- ৪৫ বা কুপ্রাভিট- ৪ গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে ১২-১৫ দিন অন্তর ২/৩ বার স্প্রে করা।
  • খৈইলের সাথে কুপ্রাভিট প্রয়োগ করে উপকার পাওয়া যায়।

Similar Posts

X
%d bloggers like this: