পানের সাদা ও কালো মাছি
পানের সাদা ও কালো মাছি

পানের সাদা ও কালো মাছি

ফসল : পান

পোকার নাম : পানের সাদা ও কালো মাছি

পোকার স্থানীয় নাম : :

পোকা চেনার উপায় : পোকাগুলি সাধারণ ভাবে ফলের মাছির মতো। গায়ের রং সাদা বা ছাই রঙা,শরীর নরম । স্ত্রী পোকারা পাতার নিচে গোল করে ডিম পাড়ে। কিছু দিনের মধ্যে ডিম থেকে ছোট কীড়া বের হয়। কীড়াগুলি কিছু দিনের মধ্যে এক জায়গায় পুত্তলি বাঁধে।

ক্ষতির ধরণ : পূর্ণাঙ্গ পোকাগুলি বা ছোট বাচ্চা পাতার রস চুষে খায়।পাতার নিচ দিকে পোকার উপস্থিতি লক্ষ করা যায়।কিচ পাতা ও ডগা থেকে রস শোষণ করে বাড়ন ব্যহত করে । পাতা ছোট ও বিকৃত হয়। পাতায় বাদামি রঙের দাগ পড়ে।

আক্রমণের পর্যায় : বাড়ন্ত পর্যায়, পূর্ণ বয়স্ক

ফসলের যে অংশে আক্রমণ করে : পাতা

পোকার যেসব স্তর ক্ষতি করে : লার্ভা , পূর্ণ বয়স্ক , কীড়া

ব্যবস্থাপনা :

আক্রমণ বেশি হলে ইমিডাক্লোরোপ্রিড জাতীয় কীটনাশক (যেমন এডমায়ার অথবা টিডো ৭-১০ মিলিলিটার / ২মুখ) ১০ লিটার পানিতে মিশিয়ে প্রতি ৫ শতকে স্প্রে করতে হবে ১০ দিন পরপর ২/৩ বার।

পূর্ব-প্রস্তুতি :

জমি পরিস্কার পরচ্ছন্ন রাখুন। নিয়মিত মাঠ পরিদর্শন করে আক্রমণের শুরুতেই ব্যবস্থা নিন।

অন্যান্য :

পোকাসহ আক্রান্ত পাতা তুলে পোকা মেরে ফেলুন । বরজ ও আশ পাশের জায়গা পরিস্কার পরিচ্ছন্ন রাখুন।

Similar Posts

X
%d bloggers like this: