পেয়ারার ঢলে পড়া রোগ
রোগের নামঃ
পেয়ারার ঢলে পড়া রোগ Wilt of Guava
রোগের কারণঃ
Fusarium spp নামক ছত্রাকের আক্রমণে এ রোগ হয়ে থাকে।
লক্ষণঃ
- যে কোন বয়সের গাছে এ রোগ হতে পারে।
- রোগাক্রান্ত গাছের পাতা প্রথমে হলদে এবং পরে বাদামী রং ধারণ করে।
- গাছের শাখা প্রশাখা আগা থেকে শুকিয়ে যেতে শুরু করে এবং শেষ পর্যন্ত সম্পূর্ণ গাছটি মরে যায়।
- এ রোগটি মাটিবাহিত। শিকড় দিয়ে পানির সাথে খাদ্যবাহী নালি তথা গাছের রোগটি প্রবেশ করে।
- সংবেদনশীল জাত, বর্ষাকাল বা জলাবদ্ধতা ও অধিক অম্লযুক্ত মাটি রোগের সহায়ক পরিবেশ হিসেবে কাজ করে।
- ডালের পাতা হলুদ হয়ে শুকিয়ে ঝরে যায়।
- প্রথমে ডাল ও পরে আস্তে আস্তে পুরো গাছ মরে যায়।
- আক্রান্ত গাছের শিকড় ও ডাল চিরে দেখলে ভিতর কালচে দেখায়।
- রোগের কারণ পানিবাহী নালি বন্ধ হয়ে গাছটি পানির অভাবে ঢলে পড়ে।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
- আক্রান্ত গাছ গোড়া সহ তুলে পুড়ে ফেলা।
- আক্রান্ত গাছের গোড়ার মাটিতে জিপসাম অথবা চুন প্রয়োগ করা।
- মাঠে/বাগানে সুনিষ্কাশনের ব্যবস্থা করা।
- রোগের প্রাথমিক অবস্থায় ১% বর্দোমিকচার বা কুপ্রাভিট (৪ গ্রাম/লিটার) স্প্রে করা।
- চারা রোপণের পূর্বে মুরগির বিষ্ঠা ৬-৭ কেজি হারে মাদায় দেয়া।
- সেচ প্রয়োগের মাধ্যমে মাটি ভালোভাবে ভিজিয়ে ২০-২৫ দিন রাখা।
- মাটি শুকালে ভালোভাবে নেড়ে ও ঢেলা ভেঙ্গে মিহি করে নেয়া।
- মাদায় রাসায়নিক সার অনুমোদিত হারে ব্যবহার করা।
- চারা লাগানোর ২০-২৫ দিন পর ১৫ দিন অন্তর ৩-৪ বার ০.১% অটোস্টিন দ্রবণ চারার গোড়ায় ও গোড়ার আশেপাশের মাটিতে প্রয়োগ করা।