রোগের নামঃ
ফেলনের গোড়া পচা রোগ Phelon’s early rot disease(Sclerotium rolfsii) ছত্রাকজনিত রোগ।
লক্ষণঃ
- অতি অল্প বয়সে আক্রান্ত হলে চারা হঠাৎ নেতিয়ে পড়ে মারা যায় এবং নেতিয়ে পড়া চারা শুকিয়ে খড়ের রঙ ধারণ করে।
- বয়স্ক চারা আক্রান্ত হলে আক্রান্ত অংশে সুতার মত ছত্রাকের মাইসিলিয়াম এবং সরিষার বীজের মত স্ক্লোরোশিয়াম লক্ষ্য করা যায়।
- * গাছের মূল এবং শিকড় আক্রান্ত হলে প্রাথমিক অবস্থায় গাছ খর্বাকৃতির হয় এবং পরিশেষে গাছ ঢলে পড়ে মারা যায়।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
- ব্যাভিস্টিন ৭০০ (কার্বেন্ডাজিম গ্রুপ) বা প্রোভেক্স ২০০ দিয়ে বীজ শোধন করলে এ রোগের প্রকোপ উল্লেখযোগ্য হারে হ্রাস পায় এবং ফলন বৃদ্ধি পায়।
You must log in to post a comment.