বাঁধাকপি’র অল্টারনেরিয়া স্পট বা ব্লাইট রোগ
রোগের নামঃ
বাঁধাকপি’র অল্টারনেরিয়া স্পট বা ব্লাইট রোগ
রোগের কারণঃ
Alternaria brassicae ও Alternaria brassicicola নামক ছাত্রক দ্বারা এ রোগ হয়ে থাকে।
লক্ষণঃ
- মৌসুমের মাঝামাঝী সময়ে পাতায় ছোট ছোট গোলাকার দাগ সৃষ্টি করে। দাগ গুলো বড় হয়ে হালকা বাদামী গোলাকৃতি বা অসম আকারের হয়ে থাকে।
- দাগগুলোতে কতকগুলো পরপর সাজানো বলয় বা এক কেন্দ্রিক বৃত্তের মত দেখা যায়।
- অল্টানারিয়া ব্রাসিসিকোলা মৌসুমের শেষের দিকে পাতার উপরে আক্রমণ করে ছোট ছোট গাঢ় বাদামী বা কালচে রং এর দাগ সৃষ্টি করে।
- অল্টারনারিয়া দ্বারা আক্রান্ত বাঁধাকপি ও ফুলকপির বীজ ফসলে পরে অসংখ্য কাল গোলাকৃতির দাগ সৃষ্টি করে।
- বীজ চিটা হয়ে ফলন কমে যায় এবং আক্রান্ত বীজের অঙ্কুরোদগম ক্ষমতা নষ্ট হয়ে যায়।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
- ফসলের পরিত্যক্ত অংশ পুড়িয়ে ফেলা।
- ভিটাভে ২০০ বা প্রোভে ২০০ (প্রতি কেজি বীজের জন্য ২.৫ গ্রাম) দিযে বীজ শোধন করা।
- প্রতি হেক্টর জমিতে ৩০ কেজি সালফার ও ১ কেজি বোরন প্রয়োগে গাছের রোগ প্রতিরোধী ক্ষমতা বৃদ্ধি পায়।
- প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে ইপ্রোডিয়ন নামক ছত্রাকনাশক ১২ দিন অন্তর তিনবার স্প্রে করা।