বাঙ্গির পাতাপোড়া রোগ
রোগের নামঃ
বাঙ্গির পাতাপোড়া রোগ
লক্ষণঃ
- আক্রান্ত পাতায় গায়ে হলদে থেকে বাদামী রংগের ছোট ছোট দাগ দেখা যায়।
- ধীরে ধীরে একাধিক দাগ একত্রিত হয়ে বড় দাগ হয় পাতায় ছড়িয়ে পড়ে এবং পাতা পুড়ে যাওয়ার মত হয়।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
- আক্রান্ত গাছের অংশ সংগ্রহ করে নষ্ট করা ।
- রিডোমিল গোল্ড ২ গ্রাম/প্রতি লিটার পানি মিশিয়ে স্প্রে করা ।
- স্প্রে করার পর ১৫ দিনের মধ্যে সেই ফল খাবেন না বা বিক্রি করবেন না