বেগুনের ছোট পাতা বা ক্ষুদে পাতা রোগ
বেগুনের ছোট পাতা বা ক্ষুদে পাতা রোগ

বেগুনের ছোট পাতা বা ক্ষুদে পাতা রোগ

রোগের নামঃ

বেগুনের ছোট পাতা বা ক্ষুদে পাতা রোগ Little Leaf  of Brinjal (Mycoplasma) মাইকোপ্লাজামাজনিত রোগ ।

লক্ষণঃ

  • আক্রান্ত গাছে ছোট ছোট অনেক পাতা হয় এবং পাতাগুলো গুচ্ছ দেখা যায়।
  • জ্যাসিড পোকা এ রোগ ছড়ায়।
  • বেগুন চাষের সময় তাপমাত্রা বাড়লে জ্যাসিড পোকার আক্রমণ বেশী হয়।
  • গাছের বয়স এক মাস হওয়ার পর এ রোগ দেখা যায়। তবে পূর্ণ বয়স্ক গাছে এ রোগের তীব্রতা বেশী হয়।

সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ

  • বেগুন পরিবারভুক্ত ফসলের চাষ কমানো।
  • আক্রান্ত গাছ তুলে পুড়ে ফেলা।
  • আক্রান্ত গাছের গোড়ায় গাছ প্রতি ২৫৮ গ্রাম চুন মাটির সাথে মিশিয়ে দিলে গাছ ক্রমেই সুস্থ হয়ে উঠে।
  • গাছের বয়স এক দেড় মাস হরে বাহক পোকা (জ্যাসিড) দমনের জন্য প্রতি লিটার পানিতে সুমিথিয়ন ১.৫ গ্রাম, এডমায়ার ১.২ মিলি ও এমিটাফ- ২৫ মিলি মিশিয়ে স্প্রে করা।

Similar Posts

X
%d bloggers like this: