রোগের নামঃ
বেগুনের ছোট পাতা বা ক্ষুদে পাতা রোগ Little Leaf of Brinjal (Mycoplasma) মাইকোপ্লাজামাজনিত রোগ ।
লক্ষণঃ
- আক্রান্ত গাছে ছোট ছোট অনেক পাতা হয় এবং পাতাগুলো গুচ্ছ দেখা যায়।
- জ্যাসিড পোকা এ রোগ ছড়ায়।
- বেগুন চাষের সময় তাপমাত্রা বাড়লে জ্যাসিড পোকার আক্রমণ বেশী হয়।
- গাছের বয়স এক মাস হওয়ার পর এ রোগ দেখা যায়। তবে পূর্ণ বয়স্ক গাছে এ রোগের তীব্রতা বেশী হয়।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
- বেগুন পরিবারভুক্ত ফসলের চাষ কমানো।
- আক্রান্ত গাছ তুলে পুড়ে ফেলা।
- আক্রান্ত গাছের গোড়ায় গাছ প্রতি ২৫৮ গ্রাম চুন মাটির সাথে মিশিয়ে দিলে গাছ ক্রমেই সুস্থ হয়ে উঠে।
- গাছের বয়স এক দেড় মাস হরে বাহক পোকা (জ্যাসিড) দমনের জন্য প্রতি লিটার পানিতে সুমিথিয়ন ১.৫ গ্রাম, এডমায়ার ১.২ মিলি ও এমিটাফ- ২৫ মিলি মিশিয়ে স্প্রে করা।
You must log in to post a comment.