রোগের নামঃ
বেগুনের শিকড়ের গিট রোগ Root Knot of Brinjal (Meloidogyne sp.) কৃমিজনিত রোগ।
লক্ষণঃ
- আক্রমণ চারা অবস্থা থেকে শুরু হয়।
- আক্রান্ত গাছ ছোট, দূর্বল ও হলদেটে রং হয়।
- গাছের শিকড় অসংখ্য গিট সৃষ্টি হয় এবং গিঁটে অনেক কৃমি থাকে।
- আক্রান্ত গাছের শাখা ও শিকড় নষ্ট হয়ে যায় এবং দিনে গাছ ঢলে পড়ে।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
- আক্রান্ত গাছ তুলে নষ্ট করা।
- একই জমিতে বার বার বেগুন চাষ না করা।
- শুষ্ক জমিতে চাষ দিয়ে মাটি উলটপালট করা।
- কৃমি রোগ দমনের জন্য শেষ চাষে ফুরাডান ব্যবহার করা।
You must log in to post a comment.