রোগের নামঃ
মটরের লাল মরিচা বা রাস্ট রোগ (Uromyces fabae) ছত্রাকজনিত রোগ
লক্ষণঃ
- পাতার নিচের দিকে, কা-ে ও ফলের উপরিভাগে মরিচা রঙের ছোট ছোট দাগ দেখা যায় এবং ফল পাকার পূর্বেই গাছ শুকিয়ে খড়ের বর্ণ ধারণ করে।
- উচ্চ আপেক্ষিক আর্দ্রতা, কুয়াশাচ্ছন্ন বা মেঘাচ্ছন্ন আবহাওয়া এবং রাতের তাপমাত্রা ২০-২২০ সে. হলে এ রোগ সহজেই বিস্তার লাভ করে।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
- আক্রান্ত জমিতে প্রোপিকোনাজোল গ্রুপের ছত্রাকনাশক টিল্ট ২৫০ ইসি অথবা হেক্সাকোনাজোল গ্রুপের ছত্রাকনাশক ফলিকুর ২৫০ ইসি বা কনটাফ ৫ ইসি প্রতি লিটার পানিতে ১ মিলি হারে মিশিয়ে ৭-১০ দিন পর পর ২-৩ বার স্প্রে করে এ রোগ দমন করা যায়।
You must log in to post a comment.