মসুরের এনথ্রাকনোজ রোগ (ছত্রাকজনিত রোগ)
মসুরের এনথ্রাকনোজ রোগ (ছত্রাকজনিত রোগ)

মসুরের এনথ্রাকনোজ রোগ (ছত্রাকজনিত রোগ)

রোগের নামঃ

মসুরের এনথ্রাকনোজ রোগ (ছত্রাকজনিত রোগ)

লক্ষণঃ

  • চারা আবস্থায় ও ফুল আসার আগে এ রোগের আক্রমণ হয় ও বেশী আক্রমণে গাছ মারা যায়।
  • নিচের পত্রফলকে চকলেট রং এর ফ্যাকাসে দাগ দেখা যায়।
  • কান্ডেও এনথ্রাকনোজ রোগের লক্ষণ দেখা যায়।

সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ

  • আক্রান্ত গাছ তুলে নষ্ট বা পুড়ে ফেলা।
  • কপার অক্সক্লোরাইট প্রতি লিটার পানিতে ২ গ্রাম মিশিয়ে স্প্রে করা ।
  • আক্রান্ত ক্ষেত থেকে বীজ সংগ্রহ করবেন না।
  • শস্য পর্যায় অনুসরন করুন।
  • বপনের পূর্বে কেজি প্রতি ২.৫ গ্রাম প্রোভ্যাক্স বা কর্বেন্ডাজিম মিশিয়ে বীজ শোধন করুন।

Similar Posts

X
%d bloggers like this: