রোগের নামঃ
মাসকলাইয়ের মোজাইক রোগ (ভাইরাসজনিত রোগ)।
লক্ষণঃ
- সাদা মাছি. জাপপোকা ইত্যাদি দ্বারা ভাইরাস ছড়ায়।
- আক্রান্ত গাছ খর্বাকৃতি হয়।
- পাতার গায়ে টেউয়ের মত ভাজের সৃষ্টি হয়।
- বয়স্ক পাতা পুরু ও মচমচে হয়ে যায়। অতিরিক্ত শাখা প্রশাখা বের হয় ও ফুল ফল ধারণ ক্ষমতা হারিয়ে ফেলে।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
- আক্রান্ত গাছ সংগ্রহ করে ধ্বংস করা।
- রোগমুক্ত গাছ থেকে বীজ সংগ্রহ করা।
- রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জাত ব্যবহার করা।
- ভাইরাসের বাহক পোকা দমনেহার জন্য ডায়ামেথেয়ট, এসাটাফ, এডমেয়ার, টিডো, ইত্যাদি যে কোন একটি ১ মিলি /লিটার হারে পানিতে মিশিয়ে স্প্রে করা।
You must log in to post a comment.