মিষ্টি কুমড়ার স্ক্যাব রোগ
রোগের নামঃ
মিষ্টি কুমড়ার স্ক্যাব রোগ
লক্ষণঃ
- পাতা, কান্ড ও লাউয়ের গায়ে ক্ষত দেখা যায় ।
- গাছের পাতা শুকিয়ে যায়।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
- ক্ষেতে পানি নিস্কাষনের সুব্যবস্থা করা ।
- রিডোমিল গোল্ড ২ গ্রাম/প্রতি লিটার পানি মিশিয়ে স্প্রে করা ।
- আক্রান্ত ক্ষেত থেকে বীজ সংগ্রহ করবেন না।
- একই জমিতে পর পর বার বার কুমড়া জাতীয় ফসল চাষ করবেন না
- ক্ষেতে সুষম সার প্রয়োগ করুন।