মুখী কচুর ভাল ফলন পাওয়ার জন্য প্রতি শতাংশ (ডেসিমাল) মাঝারি উর্বর জমির জন্য নিম্নোক্ত হারে সার প্রয়োগ করতে হবেঃ

সারের নাম  সারের পরিমাণ মন্তব্য
পচা গোবর/কম্পোস্ট ৪০-৫০ কেজি
ইউরিয়া ১.২০-১.৪০ কেজি
টিএসপি ০.৬১-০.৮১ কেজি
এমওপি/পটাশ ১.২০-১.৪০ কেজি
জিপসাম ০.৪-০.৫৩ কেজি
দস্তা ০.০৪-০.০৬ কেজি
বোরণ ০.০৪-০.০৫ কেজি


প্রয়োগ পদ্ধতিঃ

সমুদয় গোবরটিএসপি, জিপসাম, দস্তা ও বোরণ সার এবং অর্ধেক ইউরিয়া ও অর্ধেক পটাশ সার জমি তৈরির আগে শেষ চাষের সময় মাটিতে প্রয়োগ করতে হবে। অবশিষ্ট ইউরিয়া ও পটাশ সার চারা রোপণের ৩৫-৪০ দিন এবং ৬৫-৭৫ দিন  এর মধ্যে পার্শ্বে প্রয়োগের মাধ্যমে উপরি প্রয়োগ করতে হবে