রসুনের গোড়া পচা রোগ
রোগের নামঃ
রসুনের গোড়া পচা রোগ – Garlic root rotten disease (Selerotium rolfsii) ছত্রাকজনিত রোগ।
লক্ষণঃ
- এ রোগের আক্রমণে কন্দের গোড়ায় ক্ষত সৃষ্টি হয় এবং পরে পচে যায়।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
- আক্রান্ত চারা সংগ্রহ করে নষ্ট করা।
- আক্রান্ত জমিতে প্রতি বছর রসুন বা পেঁয়াজ চাষ না করা।
- কন্দ শোধন করা (ব্যাভিষ্টিন দ্বারা)।
- প্রতি লিটার পানিতে ৪ গ্রাম কুপ্রাভিট বা ১% বর্দ্দোমিকচার বা ২ গ্রাম ব্যাভিষ্টিন মিশিয়ে চারার গোড়ায় স্প্রে করা।