লিচুর ফল শুকিয়ে যাওয়া সমস্যা
রোগের নামঃ
লিচুর ফল শুকিয়ে যাওয়া সমস্যা
লক্ষণঃ
- দীর্ঘ খরা হলে বা শুষ্ক ও গরম হাওয়ার ফলে শারীল বৃত্তীয় কারণে লিচু শুকিয়ে যেতে পারে।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
- খরা মৌসুমে সপ্তাহে ২ বার নিয়মিত সেচ দেওয়া।
- বিকাল বেলা গাছে পানি স্প্রে করা।
- পর্যাপ্ত জৈব সার প্রয়োগ করা।