লেবুর ক্যাঙ্কার রোগ
রোগের নামঃ
লেবুর ক্যাঙ্কার রোগ
রোগের কারণঃ
Xanthomonas axonopodis pv. citri নামক ব্যাকটেরিয়া দ্বারা এ রোগ হয়ে থাকে।
লক্ষণঃ
- কমলা ও অন্যান্য লেবু জাতীয় ফলের কচি বাড়ন্ত কুঁড়ি, পাতা ও ফলে এ রোগের আক্রমণ বেশী হয়।
- আক্রান্ত পাতায় উভয় পাশে খসখসে ক্ষত সৃষ্টি হয়।
- ফলের উপর আক্রমণ বেশী হরে ফল ফেটে যায় ও ঝরে পড়ে। ঘন ঘন বৃষ্টি হলে এ রোগের প্রকোপ বৃদ্ধি পায়।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
- আক্রান্ত গাছ তুলে ধ্বংস করা ধ্বংস করা।
- গাছরে পাতা শুকনো থাকা আবস্থায় বাগানরে পরর্চিযা করা।
- লবেুর পাতা সুড়ঙ্গকারী পোকার আক্রমন প্রতহিতরে জন্য ব্যবস্থা নেয়া যেমন: শীতের সময় বিশেষ করে জানুয়ারি ফেব্রুয়ারি মাসরে মধ্যে আক্রান্ত পাতা ছাঁটাই করে পুড়িয়ে দিতে হয় ।
- প্রতি লটিার পানতিে ১২০ মিলিলিটার নিমের খৈলের নির্যাস বা নিম তলে মিশ্রিত করে আক্রান্ত গাছে ভাল ভাবে পাতা ভিজিয়ে স্প্রে করে এই পোকা দমন করা যায় ।
- ১০-২০ লিটার পানিতে ১ কেজি নিমের খৈল মিশিয়ে ১৫ দিন অন্তর স্প্রে করলে এ পোকা দমন হয় ।
- তামাক নির্যাস ও সাবান গোলা পানি স্প্রে করে দলিওে এ পোকা দমন হয় ।
- আক্রমণ বেশি হলে এ পোকা দমনরে জন্য ডায়াজনিন ৬০ ইসি বা ফনেথোয়টে ৫০ ইসি ২ মিলিলিটিার হারে প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে ।
- কপার অক্সিক্লোরাইড বা কপার প্রতি ১০ লি পানিতে ৫ গ্রাম. মিশিয়ে ১৫ দিন পর পর ২ বার স্প্রে করা।
- সংগৃহীত লেবু জাতীয় ফলকে সোডিয়াম অর্থোফিনাইল ফিনেইট (SOPP) এর দ্রবনে ১ মিনিট ডুবিয়ে রাখলে এ রোগের জীবাণু সম্পূর্ণভাবে দূর করা যায় এবং ফলের গুণগত মানের পরিবর্তন হয় না।