শালগমের গোড়া পচা রোগ
রোগের নামঃ
শালগমের গোড়া পচা রোগ
লক্ষণঃ
- এ রোগ হলে গাছের গোড়া পচে যায় ।
- অধিক আক্রমণে গাছ ঢলে পড়ে ও মারা যায় ।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
- পরিমিত সেচ ও পর্যাপ্ত জৈব সার প্রদান করা ও পানি নিষ্কাশনের ভাল ব্যবস্থা রাখা।
- সরিষার খৈল ৩০০ কেজি/ হেঃ হারে জমিতে প্রয়োগ করা।
- প্রতি লিটার পানিতে ইপ্রোডিয়ন বা কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক যেমন: রোভরাল ২ গ্রাম বা ব্যাভিস্টিন ১ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করে মাটিসহ ভিজিয়ে দেয়া।
- বীজতলায় হেঃ প্রতি ২.০ টন ট্রাইকো-কম্পোস্ট ব্যবহার করা ।