শিমের এনথ্রোকনোজ রোগ
রোগের নামঃ
শিমের এনথ্রোকনোজ রোগ Anthracnose of Bean
রোগের কারণঃ Colletotrichum spp. নামক ছত্রাক দ্বারা এ রোগ হয়ে থাকে।
লক্ষণঃ
- পাতায় বৃত্তাকার বাদামী দাগ ও চারপাশে হলুদাভ বলয় দেখা যায়।
- পরিণত ফলে প্রথমে ছোট ছোট গোলাকার পানিভেজা কালো দাগ পড়ে এবং ধীরে ধীরে দাগগুলো বাড়তে থাকে।
- ফলে দাগের কিনারা বরাবর চারপাশে কালো রঙের বলয় দেখা যায়।
- কাঁচা অবস্থায় এ রোগের সংক্রমণ শুরু হয় এবং পাকার সময় ফরে দাবানো দাগ দেখা যায়।
- পাকা ফল বেশি ক্ষতিগ্রস্ত হয়।
- আক্রান্ত বীজ থেকে গজানো চারায় এ রোগ দেখা যায়।
- শুকনো শিমের খোসা কালচে রং ধারণ করে এবং বীজ মরিচা রং ধারণ করে।
- বীজের উপরে ছত্রাকের জালির ন্যায় আবরণ দেখা যায়।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
- রোগমুক্ত গাছ তেকে বীজ সংগ্রহ করা।
- সীমের পরিত্যক্ত অংশ একত্র করে পুড়িয়ে ফেলা।
- ব্যাভিষ্টিন বা ভিটাভেক্স দ্বারা বজি শোধন করা।
- গাছের রোগের লক্ষণ দেখা গেলে প্রতি লিটার পানিতে অটোস্টিন ১ গ্রাম অথবা কন্টাফ ১ মিলি বা টিল্ট ২৫০ ইসি- ০.৫ মিলি বা ডাইথেন- এম- ৪৫ গ্রাম হারে মিশিয়ে ১০-১৫ দিন অন্তর অন্তর ২-৩ বার স্প্রে করা।