শিমের শিকড়ের গিঁট রোগ
রোগের নামঃ
শিমের শিকড়ের গিঁট রোগ
রোগের কারণঃ
Meloidogyne incognita ও Meloidogyne javanica নামক কৃমি দ্বারা এ রোগ হয়।
লক্ষণঃ
- আক্রান্ত গাছের শিকড়ে গিঁট সৃষ্টি এই রোগের প্রদান লক্ষণ।
- প্রাথমিক অবস্থায় এই গিট ছোট থাকে। কিন্তু আস্তে আস্তে তা বেশ বড় হয় এবং শেষ পর্যন্ত গাছের সম্পূর্ণ শিকড়ই গিঁটে পরিণত হতে পারে।
- পাতা হালকা সবুজ হয়ে গাছের বৃদ্ধি কমে যায়। ফুল ফল ধরা কমে যায়।
- রৌদ্রের সময় গাছে পানির অভাব দেখা যায়।
- এই রোগে আক্রান্ত গাছ অতি সহজেই অন্যান্য রোগে আক্রান্ত হয়। গিঁট স্থানে অনেক স্ত্রী কৃমি থাকে। একেকটি স্ত্রী কৃমি ৪-৫৫ শত ডিম পাড়ে।
- এই ডিম থেকে বাচ্চা জন্মিয়ে আরো বেশি আক্রমণ করে।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
- শিমের শিকড়ের গিঁট রোগ দমনের জন্য মুরগির বিষ্টা (১০ টন/হেক্টর) অথবা সরিষার খৈল (৮০০ কেজি/হেক্টর) এবং এর সাথে ফুরাডন (৪৫ কেজি/হেক্টর) হারে জমিতে প্রয়োগ করা।