রোগের নামঃ
সরিষার কান্ড পচা বা হোয়াইট মোল্ড রোগ White Mold Disease of Mustard (Sclerotinia sclerotiorum) ছত্রাকজনিত রোগ
লক্ষণঃ
- সাধারণত কান্ড ও ফুলে বিশেষ করে বাড়ন্ত ফুল ধরার পর্যায়ে এ রোগ বেশী দেখা যায়।
- এটি একটি বীজ ও মাটি বাহিত রোগ। তাছাড়া এ রোগটি বায়ু বাহিত হয়ে খুব দ্রুত ছড়িয়ে পড়ে।
- প্রাথমিক অবস্থায় সরিষা গাছের কান্ডের টিস্যু নরম হয় এবং লম্বা পানি ভেজা দাগ দেখা যায়।
- আক্রান্ত অংশের দাগ বড় হয় এবং সাদা তুলার মত মাইসেলিয়াম দেখা যায়।
- আক্রমণের মাত্রা বেশি হলে গাছ শুকিয়ে যায় ও আগাম পরিপক্কতা দেখা যায়।
- শুকনো গাছ চিরলে কান্ডের ভিতরে ছোট বড় কালো ছত্রাকের গুটিকা দেখা যায়।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
- সরিষার বীজ নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে বপন করে কান্ড পচা রোগ এড়ানো যায়।
- প্রোভেক্স ২০০ দ্বারা ২.৫ গ্রাম/ কেজি বীজ হারে শোধন করে বপন করা।
- বপনের পরে রোগ দেখা দিলে রোভরাল অথবা ফলিকুর (২.০ গ্রাম/লিটার) পানিতে মিশিয়ে ৩ বার (বৃদ্ধি পর্যায়ে, ফুল আসা ও পড ধরার পর্যায়) প্রয়োগ করলে সরিষার কান্ড পচা রোগ দমন হয়।
You must log in to post a comment.