সরিষার কান্ড পচা বা হোয়াইট মোল্ড রোগ
সরিষার কান্ড পচা বা হোয়াইট মোল্ড রোগ

সরিষার কান্ড পচা বা হোয়াইট মোল্ড রোগ

রোগের নামঃ

সরিষার কান্ড পচা বা হোয়াইট মোল্ড রোগ  White Mold Disease of Mustard (Sclerotinia sclerotiorum) ছত্রাকজনিত রোগ

লক্ষণঃ

  • সাধারণত কান্ড ও ফুলে বিশেষ করে বাড়ন্ত ফুল ধরার পর্যায়ে এ রোগ বেশী দেখা যায়।
  • এটি একটি বীজ ও মাটি বাহিত রোগ। তাছাড়া এ রোগটি বায়ু বাহিত হয়ে খুব দ্রুত ছড়িয়ে পড়ে।
  • প্রাথমিক অবস্থায় সরিষা গাছের কান্ডের টিস্যু নরম হয় এবং লম্বা পানি ভেজা দাগ দেখা যায়।
  • আক্রান্ত অংশের দাগ বড় হয় এবং সাদা তুলার মত মাইসেলিয়াম দেখা যায়।
  • আক্রমণের মাত্রা বেশি হলে গাছ শুকিয়ে যায় ও আগাম পরিপক্কতা দেখা যায়।
  • শুকনো গাছ চিরলে কান্ডের ভিতরে ছোট বড় কালো ছত্রাকের গুটিকা দেখা যায়।

সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ

  • সরিষার বীজ নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে বপন করে কান্ড পচা রোগ এড়ানো যায়।
  • প্রোভেক্স ২০০ দ্বারা ২.৫ গ্রাম/ কেজি বীজ হারে শোধন করে বপন করা।
  • বপনের পরে রোগ দেখা দিলে রোভরাল অথবা ফলিকুর (২.০ গ্রাম/লিটার) পানিতে মিশিয়ে ৩ বার (বৃদ্ধি পর্যায়ে, ফুল আসা ও পড ধরার পর্যায়) প্রয়োগ করলে সরিষার কান্ড পচা রোগ দমন হয়।

Similar Posts

X
%d bloggers like this: