রোগের নামঃ
সরিষার ডাউনি মিলডিউ রোগ Downy Mildew Disease of Mustard (Peronospora brassicae) ছত্রাকজনিত রোগ
লক্ষণঃ
- চারা অবস্থার পর থেকে যে কোন সময়ে এ রোগ দেখা যায়।
- আক্রান্ত পাতার নিচে সাদা পাউডার দেখা যায়।
- আক্রমণ বেশী হলে পাতা ঝলসে ও কুঁচকে যায়, ফলে ফলন কমে যায়।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
- সুষম সার ব্যবহার করা।
- আক্রান্ত ক্ষেতে প্রতি বছর সরিষার চাষ না করা।
- ফসল পর্যায়ক্রমে করা।
- বীজ বপনের পূর্বে বীজ শোধন (ভিটাভেক্স- ২.৫ গ্রাম বা ২ গ্রাম ব্যাভিষ্টিন প্রতি কেজি বীজ) করা।
- রোগের আক্রমণ বেশ হলে ডাইথেন এম ২ গ্রাম, রিডোমেল ২ গ্রাম বা মিলোডি ডুও- ২ গ্রাম প্রতি লিটার পানি মিশিয়ে স্প্রে করা।
You must log in to post a comment.