রোগের নামঃ
সুগারবিটের হোয়াইট মোল্ড রোগ
লক্ষণঃ
- ছত্রাকের আক্রমণে এ রোগ হয়।
- এতে পাতার বোটায় বা গাছের গোড়ায় সাদা তুলার মত বস্তু দেখা যায় এবং গাছ মারা যায় ।
- ঠান্ডা ও আদ্র আবহাওয়ায় এ রোগের প্রকোপ বাড়ে।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
- বীজ লাগানোর আগে গভীরভাবে চাষ দিয়ে জমি তৈরী করা ।
- সুষম সার ব্যবহার করা।
- সঠিক দুরত্বে চারা রোপন করা।
- ঘন করে সুগারবিট লাগাবেন না।
- প্রাথমিক অবস্থায় আক্রান্ত গাছ অপসারণ করা।
- গাছে লেগে থাকা পানি যেন শুকিয়ে যেতে পারে সে জন্য সেচের প্রয়োজন হলে সকালে সেচ দিন
- আগাছা পরিস্কার করা।
- প্রপিকোনাজল গ্রুপের ছত্রাকনাশক যেমন: টিল্ট ২৫০ ইসি ০.৫ মি.লি. / লি. হারে পানিতে মিশিয়ে শেষ বিকেলে স্প্রে করা।
You must log in to post a comment.