রোগের নামঃ
তুলা গাছের পাতার কোনাচে রোগ Angular Leaf Spot of Cotton (Xanthomonas malvacearum), ব্যাকটেরিয়াজনিত রোগ।
লক্ষণঃ
- প্রথমে পাতার উপরে ছোট ছোট পানিতে ভেজার মতো দাগ পড়ে।
- ক্রমেই দাগগুলো বড় হয় এবং দাগগুলো প্রথমে বাদামী ও পরে কালো রঙ ধারন করে।
- আক্রান্ত পাতা মরে যায়।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
- রোগমুক্ত বীজ ব্যবহার করা।
- বীজ বপনের পূর্বে শোধন করা।
- রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জাতের তুলা চাষ করা।
- আক্রান্ত পাতা, কান্ড, গাছ ও ফল সংগ্রহ করে নষ্ট করা।
You must log in to post a comment.