রোগের নামঃ
তুলার এ্যানথ্রাকনোজ রোগ Anthracnose of Cotton (Glomerella gossypii), ছত্রাকজনিত রোগ।
লক্ষণঃ
- এ রোগের আক্রমণে বীজ দল, পাতা, কান্ড ও ফলের উপর দাগ পড়ে।
- পাতা ও কান্ডে কিছু কিছু বাদামী দাগ পড়ে।
- অর্ধবয়স্ক ফলে লালচে কিনারাযুক্ত নিচু ধরণের বাদামী দাগ পড়ে এবং রোগের তীব্রতায় ফল বিকৃত হয়।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
- আক্রান্ত পাত, কান্ড, ফল সংগ্রহ করে পুড়ে ফেলা।
- রোগমুক্ত বীজ ব্যবহার করা।
- আক্রান্ত ক্ষেত থেকে বীজ সংগ্রহ না করা।
- বীজ বপনের পূর্বে বীজ শোধন করতে হবে।
- প্রতি লিটার পানিতে ২.৫ গ্রাম ডাইথেন এম- ৪৫ বা ০.৫ মিলি ঠিল্ট ২৫০ ইসি মিশিয়ে স্প্রে করতে হবে।
You must log in to post a comment.