রোগের নামঃ
গমের বীজের কাল দাগ রোগ Black Point of Wheat (Bipolaris sorokiniana or Alternaria spp.)
লক্ষণঃ
- এ রোগের কারণে গম বীজের উপরিভাগে বিভিন্ন আকারের বাদামী অথবা কালো দাগ পড়ে।
- বীজের ভ্রণাংশেও বাদামী থেকে কালচে বাদামী রঙের দাগ পড়ে এবং পরবর্তী সময়ে দাগ সম্পূর্ণ বীজে ছড়িয়ে পড়ে। ফলে ভ্রুণ আক্রান্ত হয় এবং অংকুরোদগম ক্ষমতা কমে যায়।
- গমের দানা গঠনের সময় বা কর্তনের কয়েকদিন আগে বাতাসের অধিক আর্দ্রতা এবং উচ্চ তাপমাত্রা এ রোগ বিস্তারের জন্য সহায়ক।
- কাল দাগ পড়ায় বাজারে বীজের মূল্যও হ্রাস পায়।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
- উপযুক্ত সময়ে (১৫-৩০ নভেম্বর) বীজ বপন করা।
- পাকার পরে দেরী না করে বৃষ্টির আগেই ফসল কর্তন করা।
- প্রোভ্যাক্স ২০০ ডব্লিউপি (৩ গ্রাম/কেজি) দ্বারা বীজ শোধন করা।
- টিল্ট ২৫০ ইসি অথবা ফলিকুর ২৫০ ইসি নামক ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে ০.৫ মিলি হিসাবে মিশিয়ে শীষ বের হওয়ার সময় একবার এবং এর দুই সপ্তাহ পর আর একবার গাছে প্রয়োগ করা।
You must log in to post a comment.