গাঁদা ফুলের বট্রাইটিস ব্লাইট রোগ
রোগের নামঃ
গাঁদা ফুলের বট্রাইটিস ব্লাইট রোগ (Botrytis cinerea) ছত্রাকজনতি রোগ
লক্ষণঃ
- এ রোগের আক্রমণে গাঁদা ফুলে বাদামী রঙের দাগ দেখা যায়।
- ফুলের নিজস্ব বর্ণ নষ্ট হয়ে যায় এবং ঢলে পড়ে।
- অনেক সময় ফুলের কুঁড়ি প্রস্ফুটিত হতে বাঁধাগ্রস্থ হয়।
- আক্রান্ত ফুল ম্লান দেখায় ও পুরোনো মনে হয়।
- পাতা ও কা-েও বাদামী দাগ এবং ধূসর বর্ণের স্পোর দেখা যায়।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
- রোভরাল (ইপ্রোডিয়ন গ্রুপের ছত্রাকনাশক) প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে সাত দিন অন্তর ৩ থেকে ৪ বার স্প্রে করা।