কাউনের পাতার বাদামি দাগ রোগ Brown Leaf Spot of Italian Millet (Bipolaris nodulosus)
কাউনের পাতার বাদামি দাগ রোগ Brown Leaf Spot of Italian Millet (Bipolaris nodulosus)

কাউনের পাতার বাদামি দাগ রোগ Brown Leaf Spot of Italian Millet (Bipolaris nodulosus)

রোগের নামঃ

কাউনের পাতার বাদামি দাগ রোগ Brown Leaf Spot of Italian Millet (Bipolaris nodulosus)

লক্ষণঃ

  • পাতায় শিরার সমান্তরালে ছোট ছোট সরু ও লম্বালম্বি চিকন বাদামী দাগ পড়ে ।
  • একাধিক দাগ একত্রে মিশে অপেক্ষাকৃত বড় ও চওড়া দাগের সৃষ্টি হতে পারে ।
  • আক্রমণ প্রবল হলে দাগগুলো মোটা হালকা বাদামী রঙের হয় ।

সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ

  • আক্রান্ত ক্ষেত থেকে বীজ সংগ্রহ করবেন না।
  • পরিস্কার পরিচ্ছন্ন চাষ নিশ্চিত করা।
  • সুষম পরিমানে ইউরিয়া, টিএসপি এবং পটাশ সার ব্যবহার করা।
  • প্রপিকোনাজল গ্রুপের ছত্রাকনাশক যেমন: টিল্ট বা একানাজল ১ মিলি / লি. হারে স্প্রে করা ।

Similar Posts

X
%d bloggers like this: