বাতাবিলেবু চাষ পদ্ধতিঃ পুষ্টি মূল্য: ভিটামিন সি সমৃদ্ধ ফল। ভেষজ গুণ: পাতা, ফুল ও ফলের খোসা গরম পানিতে সিদ্ধ করে পান করলে মৃগী, হাতপা কাঁপা ও প্রচন্ড কাশি রোগীর প্রশানি- আনয়ন করে। উপযুক্ত জমি ও মাটি: দোআঁশ ও পলি মাটিতে বাতাবি লেবু চাষের জন্য উত্তম। মধ্যম অম্লীয় মাটিতে এ ফল ভাল জন্মে। জাত পরিচিতি: বারি বাতাবি লেবু-১: এ […]